বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৭

বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বৈঠকের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক পোস্টে এ কথা বলেছেন জেলেনস্কি। পোস্টে বৈঠকের ভিডিও শেয়ার করেছেন তিনি।

জেলেনস্কি পোস্টে লিখেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা ইউক্রেনের শান্তির ফর্মুলা ছাড়াও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। সেই ফর্মুলা বাস্তবায়নে অংশগ্রহণ এবং বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত