যেসব বিষয় নিয়ে হাথুরুর সঙ্গে বৈঠক করল নির্বাচক প্যানেল

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৫  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৫

ছুটি কাটিয়ে গতকাল রাতে বাংলাদেশে পা রেখেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর ঢাকায় ফেরার পরদিনই আজ সোমবার জরুরী বৈঠকে বসেছিলেন টাইগারদের প্রধান কোচ। মূলত বৈঠক করেছেন বিসিবির তিন সদস্যের নির্বাচক প্যানেলের সঙ্গে। যেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ আরো দুই নির্বাচক হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকও।

আজ বিকেলে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল আসন্ন জিম্বাবুয়ে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির এক নির্বাচক বলেন, ‘আমরা বসেছিলাম সামনের খেলা নিয়ে প্লান করতে। জিম্বাবুয়ে সিরিজের দল তাড়াতাড়ি দেওয়া হবে। এছাড়া বিশ্বকাপ দল নিয়েও কথা হয়েছে।’

জানা গেছে জিম্বাবুয়ে সিরিজের দল ২৮ এপ্রিল ঘোষণা করতে পারে বিসিবি। এদিকে টি-টোয়েন্টি সিরিজের দল ১মে এর মধ্যে আইসিসির কাছে জমা দিতে হবে। তবে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার কথা বিসিবির।

এদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত