হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ প্রকাশ

| আপডেট :  ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৯  | প্রকাশিত :  ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে আতিথ্য দেবে চেন্নাই সুপার কিংস। শুরুটা দারুণ করলেও সর্বশেষ দুই ম্যাচে হেরে চাপে পড়েছে ধোনি-মুস্তাফিজরা। প্লে-অফ স্বপ্ন টিকিয়ে রাখতে হায়দরাবাদের বিপক্ষে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের। রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

চলমান আইপিএলে শুরুটা দুর্দান্ত হলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন ফিজ। তবে শেষ কয়েকটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সর্বশেষ ম্যাচেও খরুচে বোলিং করেন বাঁহাতি এই পেসার। তবে বাজে সময়েও মুস্তাফিজে আস্থা রাখছেন চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ রাজিব কুমার। ফিজকে দলের অন্যতম সেরা বোলার বলেও আখ্যায়িত করেন তিনি।

পরিসংখ্যান হিসেবে হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে আজ ফেভারিট হিসেবেই নামবে চেন্নাই। এখন পর্যন্ত সবমিলিয়ে চেন্নাই-হায়দরাবাদ মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যেখানে ১৪ বার জয়ের দেখা পেয়েছে চেন্নাই। ঘরের মাঠেও সফরকারীদের বিপক্ষে স্বাগতিকদের রয়েছে অবিশ্বাস্য রেকর্ড।

দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। গত ম্যাচে খরুচে বোলিং করা মুস্তাফিজকে একাদশে রেখেছে তারা। চেন্নাইয়ের মাঠ হওয়ায় ফিজের একাদশের থাকার সম্ভাবনাই বেশি।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর (ইম্প্যাক্ট প্লেয়ার)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত