দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী

| আপডেট :  ০২ মে ২০২৪, ০৯:৫০  | প্রকাশিত :  ০২ মে ২০২৪, ০৯:৪৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর দুমকিতে (৩য় ধাপ) তিন পদে ১২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ৩য় ধাপে আগামী ২৯ মে দুমকি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ড.হারুন অর রসীদ হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুমকী উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো. শাহজাহান সিকদার, হাওলাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাল্টা আওয়ামী লীগের সভাপতি মো: কাওসার আমিন হাওলাদার,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড.মো:মেহেদী হাসান মিজানসহ ৫ জন।

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মো. মিজানুর রহমান, মো. রেজাউল হক(রাজন), মো. মাইনুল ইসলাম রুবেল, মোহাম্মদ আবদুর রশিদ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেন।

এরা হলেন, রেজোয়ানা হিমেল, মোসা. শিরিন আক্তার, নাজমুন নাহার শিরিন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহামুদ জানান, ৩য় ধাপের উপজেলা নির্বাচনে দুমকি উপজেলায় ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র তফসিল অনুযায়ী যাচাই- বাছাই হবে ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৭ শত ৫৫ জন। পুরুষ ৩৬ হাজার ১ শত ৭০ জন। নারী ৩৫ হাজার ৫ শত ৮৫ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত