সোনারগাঁয়ে ঘোড়া মার্কার প্রার্থী কালামের গণসংযোগে জনতার ঢল

| আপডেট :  ১১ মে ২০২৪, ০৫:২৫  | প্রকাশিত :  ১১ মে ২০২৪, ০৫:২৫

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়নগঞ্জ: সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাহফুজুর রহমান কালামের ঘোড়া মার্কার গণসংযোগে জনতার ঢল নেমেছে। উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীককে উপজেলার পিরোজপুর ইউপি’র ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানের পথ সভায় যোগ দেন, এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমর্থন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।

শনিবার (১১ মে) দিনব্যাপী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম ইউনিয়নের বটতলা,পাচআনী, কোরবানপুর, দুধঘাটা, মঙ্গলেরগাও এলাকায় গনসংযোগ করেন এবং বিভিন্ন পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এ সময় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকবৃন্দ এবং আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ: আগামী ২১ মে ২০২৪ ইং সোনারগাঁও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত