মুস্তাফিজকে আইপিএলে ‘ফেরত’ চান চেন্নাই সমর্থকরা
মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়ে এসেছেন সেই কবে। তবে গানের লাইনের মতো জাদুকরের জাদুকরী বোলিংয়ের রঙ এখনও লেগে আছে চেন্নাই সুপার কিংসের ভক্তদের চোখেমুখে।
আইপিএলের পর এবার দেশের জার্সিতে মুস্তাফিজ ম্যাচ জেতালে সেই রঙ যেন ঠিকরে ঠিকরে পড়ল। ভারতীয়দের আকুতি একটাই- মুস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে গুঁড়িয়ে ফিজ কেড়ে নেন সব আলো। এরপর যতদিন ছিলেন, দাপট দেখিয়ে অংশীদার হয়েছেন চেন্নাইয়ের সাফল্যের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের কারণে ২৮ বছর বয়সী এই পেসারের এনওসির মেয়াদ শেষ হয়ে যায় ১ মে, ফিরে আসেন দেশে। সে সময়েও তিনি ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি।
মুস্তাফিজ চলে আসার পর ভুগতে হচ্ছে চেন্নাইয়ের বোলিং ইউনিটকে। ঠিক যখন মুস্তাফিজ ম্যাজিকে ভর করে বাংলাদেশ দল হারাচ্ছে জিম্বাবুয়েকে, তখনই গুজরাট টাইটান্সের বিপক্ষে দেদারসে রান বিলিয়ে চেন্নাইয়ের হারের কারণ বোলাররা। ২৩১ রানে লজ্জার ডুব দিয়ে গুজরাট টাইটান্সের কাছে চেন্নাইয়ের ৩৫ রানের হারের পর তাই দলে দলে চেন্নাই ভক্তরা যোগ দেন মুস্তাফিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট বক্সে।
সবার আবদার একটাই- মুস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান, চেন্নাইয়ে যোগ দেন, বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফ তুলতে সহায়তা করেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে মুস্তাফিজের ছবির নিচে এমন ভুরিভুরি কমেন্ট জমা হয়েছে।
‘চলে আসো ভাই, এখানে তুমি জিম্বাবুয়ে সিরিজের চেয়েও ভালো প্রস্তুতি পাবে।’ মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত লিখেছেন, লট আও আন্না, অর্থাৎ মুস্তাফিজ ফিরে আসো।‘ বিশাল নামের এক সমর্থকের মন্তব্য, ‘আইডল তুমি ফিরে আসো, আমাদের তোমাকে ভীষণ প্রয়োজন।’ আরিয়ান শর্মা লিখেছেন, ‘লট আও ফিজ ভাই, তোমাকে চেন্নাইয়ের ডেথ বোলিং ডাকছে।’ এক্সে পোস্ট করা মুস্তাফিজের সেই পোস্টে এই প্রতবেদন তৈরির সময় একশরও বেশি কমেন্ট জড়ো হয়েছে, যার সিংহভাগেই ভারতীয়দের আকুতি- আইপিএলে যোগ দিয়ে চেন্নাই সুপার কিংসকে উদ্ধার করার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত