ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। জেমি ডের শিষ্যদের প্রতিপক্ষ ওমান। মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে (কাতার সময় রাত ৮টা ১০ মিনিট) হামাদ বিন জসিম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দলদুটি। দোহার এই স্টেডিয়ামে চলতি মাসে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে মাঠে নামে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি।
আফগানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০ গোলে হারতে হয় লাল-সবুজদের। ওই ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়া। আগেও হলুদ কার্ড পাওয়ায় ওমানের বিপক্ষে পাওয়া যাচ্ছে না জেমিডে’র প্রধান তিন অস্ত্রকে।
এদিন মূল একাদশে উঠে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম, ইয়াসিন আরাফাত ও রিমন হোসেন। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তপু বর্মণ। বসুন্ধরা কিংসের এই তারকা ডিফেন্ডার আফগানিস্তানের বিপক্ষে গোল দিয়ে হার এড়িয়েছিলেন। কাতার থেকে সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে দেশের দুটি চ্যানেল। টি স্পোর্টস ও গাজী টিভি দেখা যাবে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক
আনিসুর রহমান জিকো,
ডিফেন্ডার
ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, রিমন হোসেন, রিয়াদুল হাসান রাফি
মিডফিল্ডার
তারিক কাজী, মানিক হোসেন মোল্লা, মোহাম্মদ আবদুল্লাহ, রাকিব হোসেন।
ফরোয়ার্ড
মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত