দুমকিতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ: দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাহ মো. সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আইসক্রিমে ডাইয়িং কালার ও ঘন চিনির ব্যবহার ও উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ও মেয়াদ না থাকার অপরাধে মোঃ আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা, একটি খাবার হোটেলকে ২৫০০ টাকা, দুইটি মুদি দোকানিকে ৩ হাজার টাকা, মোট ৩৫ হাজার ৫০০টাক জরিমানা করা হয়। পরে জনসম্মুখে এ সব ক্ষতিকর রঙযুক্ত আইসক্রিম ধ্বংস করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত