সোনারগাঁয়ে মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতিকে ভোট চেয়ে দীপের গণসংযোগ

| আপডেট :  ১৪ মে ২০২৪, ০৭:৩২  | প্রকাশিত :  ১৪ মে ২০২৪, ০৭:২৭

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়নগঞ্জ: সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতিকে গণসংযোগ করেছেন সাবেক এমপি পুএ এরফান হোসেন দীপ।

এরফান হোসেন দীপ বলেছেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার (১৪ মে) সকালে তিনি উপজেলার শান্তির বাজার এলাকায় গনসংযোগ করে উঠান বৈঠকে এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে আরো বলেন আপনাদের মূল্যবান ভোটে তিনি নির্বাচিত হলে সোনারগাঁও উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। সকলের সহযোগিতা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক সোনারগাঁও গঠনে মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।

এরফান হোসেন দীপ আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এই সরকার ব্যাপক উন্নয়ন করছে।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় ভোট দিবেন বলে বিশ্বাস করি। আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবেন না ইনশাআল্লাহ। আগামী ২১ মে মঙ্গলবার ঘোড়া মার্কায় তাকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে এবং সকলের কাছে দোয়া চান।

শান্তির বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও মুরব্বীদের সাথে নিয়ে এলাকার ব্যাবসায়ী ও পথচারিদের সাথে ব্যাপক গণসংযোগ এবং কুশল বিনিময় করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

এসময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় দিন- রাত ব্যস্ত সময় পার করছেন ঘোড়া প্রতিকের মাহফুজুর রহমান কালাম এতে প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।

এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত