প্লে-অফের এক জায়গার লড়াইয়ে তিন দল, কার সামনে কী সমীকরণ?
আইপিএলের গ্রুপ পর্বের আর চারটি ম্যাচ বাকি রয়েছে। ইতোমধ্যে তিনটি দল প্লে-অফে জায়গা করে নিয়েছে। শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তিন নম্বর দল হিসেবে প্লে-অফে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদও। বাকি একটি জায়গার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। কার সামনে কী সমীকরণ চলুন জেনে নেওয়া যাক।
চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনৌ সুপার জায়ান্টস। এই তিন দলের মধ্যে সম্ভাবনা কম লখনৌর। লড়াইটা হবে মূলত চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে।
চেন্নাই সুপার কিংস
৩ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রানরেট ০.৫২৮। শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠে যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের। যদি হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে পাঞ্জাব ও রাজস্থান তাদের শেষ ম্যাচে কলকাতার কাছে হেরে যায় তাহলে নেট রানরেটের বিচারে প্রথম দুইয়ে শেষ করারও সুযোগ থাকবে চেন্নাইয়ের।
বেঙ্গালুরুর কাছে হারলেও নেট রানরেটের বিচারে প্লে-অফে যেতে পারে চেন্নাই। কারণ, সে ক্ষেত্রে চেন্নাই ও বেঙ্গালুরুর পয়েন্ট সমান হবে। ধোনিদের খেয়াল রাখতে হবে হারলেও ব্যবধান যেন খুব অল্প হয়, যাতে চেন্নাইয়ের নেট রানরেটকে বেঙ্গালুরু টপকাতে না পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১৩ ম্যাচে ১২ পয়েন্ট, নেট রানরেট ০.৩৮৭। শেষ ম্যাচ চেন্নাইয়ের বিপক্ষে। সেই ম্যাচে জয় ছাড়া উপায় নেই কোহলিদের। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে তাদের। তবেই চেন্নাইয়ের নেট রানরেট টপকে প্রথম চারে জায়গা করে নিতে পারবেন তারা।
লখনৌ সুপার জায়ান্টস
১৩ ম্যাচে ১২ পয়েন্ট, নেট রানরেট -০.৭৮৭। শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেখানে বিশাল ব্যবধানে জিততে হবে লোকেশ রাহুলদের। তারপর তাদের আশা করতে হবে যেন বেঙ্গালুরু চেন্নাইকে হারায়। তবেই তিন দলের পয়েন্ট সমান হবে। কিন্তু সে ক্ষেত্রেও নেট রানরেটের বিচারে লখনৌয়ের প্লে-অফে ওঠা প্রায় অসম্ভব। কারণ, রাহুলদের নেট রানরেট খুবই কম।
দিল্লি ক্যাপিটালসেরও ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট। তাদের নেট রানরেট -০.৩৭৭। যেহেতু দিল্লির কোনো ম্যাচ বাকি নেই তাই তাদের নেট রানরেট ভালো করার কোনো সুযোগ নেই। বেঙ্গালুরু চেন্নাইকে হারালে তাদের নেট রানরেট দিল্লির থেকে ভালো হবে। তাই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত