বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনারসের বিশাল মিছিল বের করেন মামুন আহমেদ রাশেদ

| আপডেট :  ১৮ মে ২০২৪, ০৩:১২  | প্রকাশিত :  ১৮ মে ২০২৪, ০৩:১২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়নগঞ্জ: অঝোর ধারায় বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনারসে ভোট চাইলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন আহমেদ রাশেদ।

শনিবার (১৮ মে) সকালে পিরোজপুর এলাকায় আনারসের প্রচার-প্রচারণাসহ আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য সাধারণ জনগণের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে মিছিল বের করেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ। তিনি স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অঝোর বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে গণসংযোগ ও আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন।

এলাকার মানুষের হাতে আনারস তুলে দিয়ে মামুন আহমেদ রাশেদ বলেন, আনারস হচ্ছে উন্নয়নের প্রতীক। যতবার জনগণ আনারস জয়লাভ করিয়েছে, ততোবার এ দেশের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ভিশন টোয়েন্টি-টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান থেকে রূপকল্প-২০৪১ সালের যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেই পরিকল্পনার অধিকাংশেরই সফল বাস্তবায়ন হয়েছে। আর যেটুকু বাকি আছে, নির্বাচন-উত্তর পরিকল্পনা অনুযায়ী সেগুলো সম্পন্ন করা হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে পৃথিবীর উন্নত ও সমৃদ্ধ দেশগুলো রোল মডেল হিসেবে উল্লেখ করেছে। তাই উন্নয়নের প্রতীক আনারস মার্কায় ভোট দিয়ে বাবুল ওমর বাবুকে নির্বাচিত করতে অনুরোধ করেন।

উল্লেখ: আগামী ২১ শে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত