নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনকে হাজী মো. মোশাররফ হোসেনের শুভেচ্ছা ও গণসংবর্ধনা

| আপডেট :  ২০ মে ২০২৪, ০১:৩৩  | প্রকাশিত :  ২০ মে ২০২৪, ০১:৩৩

আল আমিন কবির, (বিশেষ প্রতিনিধি): বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন আনারস প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মুছাপুর থেকে হাজী মো: মোশাররফ হোসেন এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করেন।

২০ মে সোমবার সকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন এর বন্দর উপজেলার কুড়িপাড়া নিজস্ব বাসভবনে অত্র ইউনিয়ন বাসীর পক্ষ থেকে কয়েকশত নেতাকর্মী নিয়ে এ গনসংবর্ধনা দেওয়া হয়েছে।

গনসংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে ছিলেন মুছাপুর ইউনিয়ের বিশিষ্ট সমাজ সেবক মো: আবুল বাশার গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন।

গনসংবর্ধনা অনুষ্ঠান শেষে হাজী মো. মোশাররফ হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গীবাদ ও মৌলবাদের রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র করেছিলো তা মুক্তিযুদ্ধের পক্ষের জনগন ও দেশপ্রেমিক মানুষ প্রতিহত করেছে বন্দরে আপামর জনগনের নেতা আলহাজ্ব মাকসুদ হোসেন ভাই কে বিজয়ী করেছে এ বিজয় আমাদের বন্দর উপজেলা বাসীর বিজয়।

এসময় নবনির্বাচিত বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন এই ঐতিহাসিক নির্বাচনে বন্দর উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। এই জয় আমার নয়, এই জয় আমার এই বন্দর উপজেলাবাসীর জন্য আমি উৎসর্গ করলাম

এসময় হাজী মো : মোশাররফ হোসেনর নেতৃত্বে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে গণসংবর্ধনা সংবর্ধনা প্রদান করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত