এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

| আপডেট :  ১৬ জুন ২০২১, ১২:৩২  | প্রকাশিত :  ১৬ জুন ২০২১, ১২:৩২

ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ জমাট রক্ষণের পরও শেষ পর্যন্ত ১ গোল হজম করেছে। ২২ মিনিটে ওমান ম্যাচে লিড নেয়। ডান প্রান্ত থেকে সংঘবদ্ধ এক আক্রমণে ওমানের উইঙ্গারের বাড়ানো ক্রসে আল গাফরি দুই ডিফেন্ডারের পেছন থেকে এসে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে থাকেন। প্লেসিং শটে গোল করেন তিনি।

গোল দেওয়ার পর ওমান বাংলাদেশকে আরও চেপে ধরলেও গোলরক্ষক জিকোর দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। ওমানের বল পজেশন ছিল ৭৫ ভাগের বেশি। বাংলাদেশ বল পায়ে রাখতে পারেনি।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় ওমান। চার মিনিটের সময় প্রথম কর্ণার পায় তারা। সেই কর্নার থেকে অবশ্য বাংলাদেশের জন্য বিপদজনক কিছু হয়নি৷ মিনিট দুই পর বাংলাদেশ ওমানের অর্ধে বল নেয়। ফরোয়ার্ড মতিন বল কয়েক সেকেন্ডের বেশি রাখতে পারেননি।

র্যাংকিংয়ে দুই দলের পার্থক্য বিস্তর সেটা মাঠে স্পষ্ট। বক্সের বাইরে বাংলাদেশ কয়েকবার বাংলাদেশকে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি কিক দিয়েছে। ১৮ মিনিটে গোল লাইন সেভ করেছেন ইব্রাহিম। ১৬-১৮ মিনিটের মধ্যে টানা চারটি কর্ণার আদায় করে ওমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত