‘মোস্তাফিজের দুটি ওয়াইড বলের কারণে হেরে গেছি’

| আপডেট :  ২৩ মে ২০২৪, ০৫:১০  | প্রকাশিত :  ২৩ মে ২০২৪, ০৫:১০

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলা। ছোট দল বলে সেখানে স্বাগতিক দলের বিপক্ষে একপেশে টি-২০ সিরিজের আশা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিজের শুরুতেই স্বাগতিকদের কাছে এমন হারটাকে মেনে নিতে পারছে না কেউ। জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের দৃষ্টিতে ব্যাটিংয়ে আগ্রাসন নেই।

রকিবুল হাসান বলেন, ‘আমাদের পারফরম্যান্স হতাশ করা। ব্যাটিংয়ে কোনো আগ্রাসন ছিল না। বোলিংটাও পরিকল্পিত হয়নি। ১৯ ওভারে মোস্তাফিজের দুটি ওয়াইড বলের কারণে হেরে গেছি। আমরা যে যত কথাই বলি না কেন, বিশ্বকাপের উত্তাপ অন্যরকম। বাকি দলগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। এই দল গড়পড়তা ক্রিকেট খেললে প্রত্যাশা প্রত্যাশাতেই থেকে যাবে।’

এভাবে খেলতে থাকলে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আশা করাও কঠিন। রকিবুল হাসান আরও বলেন, ‘কালকের (মঙ্গলবার) পারফরম্যান্সে আমি খুবই হতাশ। শান্ত রান করেনি, ক্যাচও ফেলেছে। ওরা এত ওয়াইড না দিলে আমাদের রান আরও কম হয়। জিম্বাবুয়ের সঙ্গে যেটা খেলেছে, সেটা দল নির্বাচনের সিরিজ। বিশ্বকাপের আগে পাঁচটা ম্যাচ খুব ভালো খেলতে হতো। একটি চলে গেছে, বাকি চারটায় ভালো খেলতেই হবে। সেটা না পারলে এই দলের কাছে বিশ্বকাপে কোনো আশা নেই।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত