তামিম-সৌম্যের দাপুটে ব্যাটিংয়ে ধবলধোলাই এড়াল বাংলাদেশ

| আপডেট :  ২৬ মে ২০২৪, ১২:৪৮  | প্রকাশিত :  ২৬ মে ২০২৪, ১২:৪৮

 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পর আজ তৃতীত ম্যাচে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম-সৌম্য সরকারের দাপুটে ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ১১.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের দেয়া ১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ব্যাট হাতে দাপুটে সূচনা করেন দুই টাইগার ওপেনার। তামিম-সৌম্য জুটি পাওয়ারপ্লেতেই তুলে নেন ৪৮ রান।
টাইগার এই ওপেনিং জুটি আজ ইনিংসজুড়েই স্বাগতিক বোলারদের উপরে ছড়ি ঘুরিয়েছেন। ৩৯ বলে ফিফটি তুলে নেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য। দুজনের এই জুটিতেই ৫০ বল হাতে রেখে ম্যাচটি জিতে নেয় টাইগাররা। তামিম ও সৌম্য অপরাজিত ছিলেন যথাক্রমে ৫৮ এবং ৪৩ রানে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সূচনা ভালো করলেও পরে মোস্তাফিজের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। টাইগার এই পেসার আজ বল হাতে নিয়েছেন ৬ উইকেট। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত