নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

| আপডেট :  ১৫ জুন ২০২৪, ১০:১৫  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৪, ১০:১৫

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর দুমকির পায়রা নদী থেকে মোসাঃ খাদিজা বেগম (৫৮) লাশ উদ্ধার করা হইছে।

মোসাঃ খাদিজা বেগম বদরপুর ইউনিয়নের ১ং ওয়ার্ডের মৃত মোঃ আইয়ুব আলী খানের স্ত্রী।

জানা যায়, গতো ১২ জুন বিকেল ৫ টায় মৌকরান ব্রিজ সংলগ্ন গোলাবাড়ি থেকে দুমকির উদ্দেশ্যে রওনা দেন তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শনিবার ১৫ জুন নিখোঁজের ৩ দিন পর লেবুখালী এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার কর করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে , এখনো আইনগত প্রক্রিয়া চলোমান রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত