পবিপ্রবি ছাত্রলীগের সভাপতির ব্যতিক্রমী উদ্যোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঈদুল আজহা উপলক্ষে গরু ক্রায় করে কোরবানি দিয়ে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মী এবং অসহায় মানুষের মাঝে মাংস এবং তৈল বিতরণ করেন তিনি।
ঈদুল আজহার দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের পাশে স্থানীয় কয়েকজন কসাই নিয়ে গরু কেটে নিজ হাতে তৈল এবং মাংস বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি।
পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর জানান, ঈদের সবার ছুটি থাকলেও নিরাপত্তা কর্মীদের কোন ছুটি নেই এবং অসহায় মানুষগুলো কোরবানি দিতে পারে না তাই তাদের কথা চিন্তা করে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই আমার এই উদ্যোগ। তাই গরু কিভাবে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মায়ের নামে কোরবানি দিয়ে তাদের মাঝে বিতরণ করে দিয়েছি।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে গরুর মাংস ও তৈল পেয়ে খুশি মানুষগুলো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত