দুমকিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকির আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলার জনতা কলেজ মোড় থেকে আংগারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল শুরু হয়ে থানাব্রিজ, বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী করেন।
উল্লেখ্য যে, গত শনিবার রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত