‘ছায়া’ দলের ক্রিকেটাররা যেসব সুবিধা পাবেন

| আপডেট :  ১৬ জুন ২০২১, ০৯:৩৬  | প্রকাশিত :  ১৬ জুন ২০২১, ০৯:৩৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি গঠন করা হবে বাংলাদেশ টাইগারস নামে আরেকটি দল। যে দলে থাকবেন জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা। দল থেকে বাদ পড়ে তারা যেন নজরসীমার বাইরে চলে না যান, সেজন্যেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি। গতকাল মঙ্গলবার বোর্ডসভায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। দলটির দায়িত্ব দেয়া হয়েছে দুই বোর্ড পরিচালক কাজী ইনাম আহমেদ এবং খালেদ মাহমুদ সুজনকে।

জাতীয় দলে সুযোগ পান ১১জন ক্রিকেটার। স্কোয়াডে থাকেন আরো ৫-৬ জন। কেন্দ্রীয় চুক্তিতেও থাকেন ১৭-১৮ জন। ফর্ম কিংবা ইনজুরির কারণে বিভিন্ন সময়ে জাতীয় দল থেকে ছিটকে পড়ে অনেকেই চলে যান অন্তরালে। নষ্ট হয় অনেক প্রতিভাও। কেউ কেউ খেই হারিয়ে ফেলেন। শফিউল ইসলাম, সাব্বির রহমানরা তার জ্বলন্ত উদাহরণ।

আবার ইমরুল কায়েসদের মতো অনেকেই জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যেতে চান। কিন্তু দলের বাইরে থাকায় তারা পান না প্র্যাকটিস ফ্যাসিলিটিজ সহ অনেক সুবিধাই। তাদের কথা বিবেচনা করেই বাংলাদেশ টাইগারস গঠনের উদ্যোগ নিয়েছে বিসিবি।

এ বিষয়ে দলটির দায়িত্ব পাওয়া কাজী ইনাম আহমেদ বলেন, বোর্ড প্রেসিডেন্টসহ অনেকেই চাচ্ছিলেন এমন একটি দল গঠন করতে। যারা জাতীয় দল থেকে ছিটকে পড়েন তারা যেন সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকেন, নার্সিং পান। অফফর্ম ছাড়াও অনেকে ইনজুরড হয়েও বাদ পড়তে পারেন। আমরা তাদেরকে টেক কেয়ার করতে চাই। জাতীয় দলের ক্রিকেটাররা তো আছেনই, যারা ঘরোয়া আসরগুলোতে নিয়মিত পারফর্ম করছেন তাদের জন্যও বাংলাদেশ টাইগারসের দরজা খোলা থাকবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত