ইসরায়েলিরা চলে যেতেই মিলল ৬০ মরদেহ
হামাস নিয়ন্ত্রিত গাজা সিটির দুটি জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা আক্রমণ শেষ করার পর হামাস পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, তাল আল-হাওয়ায় মরদেহগুলো পাওয়া গেছে। সংস্থাটি ও বাসিন্দারা বলছেন, ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের সঙ্গে কয়েক দিনের লড়াইয়ের পর সেখান থেকে চলে গেছে। তবে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করেনি।
বাসাল বলেন, গাজার সিভিল ডিফেন্সের দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে এসেছে। তারা কয়েক ডজন মরদেহ পেয়েছে। নিহতদের অধিকাংশই পরিবার, নারী ও শিশু। কমপক্ষে ৬০টি মরদেহ গণনা করা হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করা হয়। অন্যদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ রয়েছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে। উদ্ধার তৎপরতা নিয়মিত ব্যাহত হচ্ছে।
এর আগে বেসামরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী এই সপ্তাহে আবার তাল আল-হাওয়ায় প্রবেশ করে। বাসিন্দারা নতুন করে ব্যাপক ধ্বংসের কথা জানিয়েছে। ইসরায়েল কার্যত পুরো গাজা সিটি এখন একটি ‘বিপজ্জনক’ যুদ্ধক্ষেত্র বলে সতর্ক করেছে।
বাসাল বলেন, অনেকে সহায়তা চাইছে। কিন্তু আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না। আমাদের যথেষ্ট ক্রু নেই।
অপরদিকে গাজা সিটির শুজাইয়া জেলার কাছে অবস্থিত সাবা মেডিকেল সেন্টার ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এটি ৬০ হাজার বাসিন্দাকে চিকিৎসাসেবা দিত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত