আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
কোটা সংস্কার নিয়ে সবোর্চ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের সঙ্গে বিষয়টি মোকবিলা করে। কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যে সব ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে।
সরকারপ্রধান বলেন, আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে। এছাড়া কোটা নিয়ে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত