র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক
র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।
র্যাবের সাবেক এই মুখপাত্রের বিরুদ্ধে গুম ও হত্যাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসবেও দায়িত্ব পালন করেছেন।
গত সোমবার (১৯ আগস্ট) রাতে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে। তার বিরুদ্ধে দুর্নীতি, গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এমন ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদ সোহায়েল এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন: ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডারের চালানে যা মিললো
২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর ছিলেন মোহাম্মদ সোহায়েল। ওই সময় তার বিরুদ্ধে গুম ও হত্যাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে।
এদিকে মঙ্গলবার পৃথক অভিযানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়েছে।
আটক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৯ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত