ফেনীতে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

| আপডেট :  ২৪ আগস্ট ২০২৪, ১০:১৬  | প্রকাশিত :  ২৪ আগস্ট ২০২৪, ১০:১৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বন্যাকবলিত এলাকায় বানভাসি মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার (২৪ আগস্ট) ফেনীতে বন্যা কবলিত মানুষের কাছে প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ- সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ – সভাপতি শাকির আহমেদ, সহ- সভাপতি এম এম মূসা, সহ – সভাপতি এইচ এম আবু জাফর, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ ফেনী জেলা ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের এই ভয়াবহ বন্যার জন্য দায়ী ভারত। তুমুল বৃষ্টিপাতের মধ্যে কোন ধরণের সতর্কতা ছাড়া ভারতের অভ্যন্তরে অবস্থিত বাঁধ খুলে দেয়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত