অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : তারেক রহমান

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬

 

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেছেন, মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত এই গণসমাবেশে তিনি বলেন, দেশের মানুষ বন্দুকের সমনে বুক পেতে দিতে রাজি, তবুও স্বৈরতন্ত্র মানতে রাজি না। আন্দোলনে যারা হতাহত হয়েছেন, দেশের গণতন্ত্রকামী মানুষ সবসময় শ্রদ্ধার সঙ্গে তাদের স্বরণ করবে। রাষ্ট্র নিশ্চিই তাদের দায়িত্ব নেবে।

তারেক রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া মাফিয়া সরকার দেশের অর্থনীতিকে শুধু ধ্বংস করেনি, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত