আরও একাধিক মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, আনিস, পলক, মানিক ও মামুনকে
নতুন ও পৃথক মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে।
তাদের মধ্যে সাবেক বিচারপতি মানিককে ছয় মামলায়, তিন মামলায় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে তিন মামলায়, আনিসুল হককে তিন মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায়, কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। এ সময়, বাড্ডা-লালবাগ-আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সাবেক এমপিরা ৭ থেকে ১০ দিনের রিমান্ডে ছিলেন। পুলিশের সাবেক আইজিও ছিলেন পুলিশি হেফাজতে। তবে মঙ্গলবারই ভারতে অনুপ্রবেশের মামলায় গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি মানিক জামিন পান সিলেটের আদালতে। সন্ধ্যায়, হেলিকপ্টারযোগে তাকে আনা হয় ঢাকায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত