নয়াপল্টনে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটকের অভিযোগ
নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি সূত্রে জানা গেছে, সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী আহত হয়। পরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় দুই বিএনপি কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে।
ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি কাওসার, পার্থদেব মন্ডল, আশ্রাফুল আলম লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রিয়াদ ইকবাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনামসহ নেতাকর্মীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত