রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন, নেতৃত্বে যারা
আরো চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কমিশন চারটি হলো স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্য কমিশনের প্রধান করা হয়েছে।
এ ছাড়া গণমাধ্যম কমিশনে সাংবাদিক কামাল আহমেদকে, নারী অধিকার বিষয়ক কমিশনে শিরিন হককে এবং শ্রমিক অধিকার বিষয়ক কমিশনে সুলতানউদ্দিন আহমেদকে প্রধান করা হয়েছে।
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছে রিজওয়ানা হাসান।
এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। এনিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হলো।
আগের ছয়টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত