দুমকিতে ইউপি নির্বাচন বিধিমালা লঙ্ঘনের দায়ে জরিমানা
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধিমালা লঙ্ঘনের দায়ে আঙ্গাশিয়া ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রম্যমান আদালতের পরিচালনা করে তাদের জরিমানা করেন।
জানা যায়, আগামী ২১ জুন ১ম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে পাঙ্গাশিয়া ইউনিয়নে ১৬ জুন রাত ৯ টায় নৌকা মার্কার সমর্থনে শোডাউন চলাকালীন সময় আঃ গনি দফাদার এর ছেলে বাদশা দফাদার (৩৫) কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪,০০০ টাকা জরিমানা ও ৩ চেয়ারম্যান প্রার্থীর (নৌকা, অটোরিকশা, আনারস) প্রতীকের মাইকিং আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মালামাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত