দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজারে, যে চিত্র দেখলেন উপদেষ্টা আসিফ

| আপডেট :  ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪৮  | প্রকাশিত :  ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪৮

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর চানখারপুল ‘আনন্দ বাজার’ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বাজার পরিদর্শন শেষে সবজির দামের একটি বর্ণনা দিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, ডিমের দাম ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকায় এসেছে। লাউয়ের দাম প্রতি পিস ১০০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে। এদিকে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি থেকে ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদিও স্থান, বাজারভেদে কিছু ভিন্নতা আছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে সরকার।’

এছাড়া তার আরেক ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেছেন, একদল মানুষ ব্যস্ত জনমনে স্বস্তি ফেরাতে, আরেকদল ব্যস্ত সাধারণ মানুষের রক্ত চুষে খেতে। সিন্ডিকেট করে যারাই জনগণকে দুর্ভোগে ফেলছে, তাদের কঠোর হাতে দমন করবে সরকার।

এদিকে শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদেরকে বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত