গ্রিজমানে গোলে মান রক্ষা ফ্র্যান্সের

| আপডেট :  ১৯ জুন ২০২১, ১১:৪১  | প্রকাশিত :  ১৯ জুন ২০২১, ১১:৪০

ইউরো কাপে হাঙ্গেরির বিপক্ষে বড় অঘটনের শিকার হতে যাচ্ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দলটির প্রথমার্ধের শেষ দিকে পাওয়া গোলে হারের শঙ্কায় পড়ে যায় ফ্রান্স। শনিবার (১৯ জুন) বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে শেষপর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের মান বাঁচিয়েছেন আঁতোয়া গ্রিজমান। তার গোলে ১-১ ড্র করে ফ্রান্স।

ঘরের মাঠে বিরতির ঠিক আগে আতিলা ফিওলার গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সহায়তায় ফ্রান্সকে সমতায় ফেরান গ্রিজমান। নকআউট পর্বের অপেক্ষা বাড়লেও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত ‘এফ’ গ্রুপের শীর্ষে ফ্রান্স।

বেনজেমা-এমবাপ্পে-গ্রিজমানরা দুই প্রান্ত দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেও গোল পাচ্ছিলেন না। কোনও সময় নিজেদের ব্যর্থতায়। আবার কখনও গোলকিপার পিটার গুলাকসি তেকাঠির নিচে বড় বাধা হয়ে দাঁড়ান। ১৪ মিনিটে যেমন বক্সের বাইরে থেকে বেনজেমার শট গুলাকসি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন, ফিরতি বলে গ্রিজমানের শটও হাত দিয়ে প্রতিহত করেন লাইপজিগে খেলা এই গোলকিপার।

তিন মিনিট পর লুকাস দিনিয়ের ক্রসে এমবাপ্পের হেড দূরের পোস্ট দিয়ে যায়। ২১ মিনিটে বেনজেমার লব থেকে এমবাপ্পের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়। ৩১ মিনিটে এমবাপ্পের পাসে বক্সের ভেতরে বেনজেমা ফাঁকায় গোলকিপারকে একা পেয়েও পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। মিনিট দুয়েক পর এমবাপ্পের শট দূরের পোস্ট দিয়ে যায়।

ফ্রান্সের সুযোগ নষ্টের বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে হাঙ্গেরি এগিয়ে যায়। ধারার বিপরীতে উৎসবের ঢেউ ওঠে পুসকাস অ্যারেনার গ্যালারিতে। প্রতিপক্ষের এক ভুল পাস থেকে আতিলা ফিওলা বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন। ফরাসি গোলকিপার উগো লরি ডান দিকে ঝাঁপিয়ে পড়েও দলকে রক্ষা করতে পারেননি। এক গোলে পিছিয়ে পড়ায় ফরাসিদের আক্রমণের ধার আরও বাড়ে। বদলি নেমে উসমান ডেম্বেলে দারুণ সুযোগ তৈরি করেছিলেন।

৫৯ মিনিটে এই বার্সা তারকার ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৬৬ মিনিটে ফ্রান্স হার এড়ায়। এমবাপ্পের কাটব্যাক থেকে গ্রিজমান কিছুটা দৌড়ে এসে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে ফেভারিটের মতোই ইউরো অভিযান শুরু করে ফ্রান্স।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত