গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে স্বৈরাচারের বিরুদ্ধে আসল প্রতিশোধ: ইরফান ইবনে আমান অমি

| আপডেট :  ০২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রকৃত প্রতিশোধ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপি’ র সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।

গতকাল শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত ষোল বছর ধরে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছি। আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্মারা এখন ও দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। সবাইকে ঐকবদ্ধ থেকে সকল চক্রান্ত মোকাবেলায় কাজ করতে হবে।

কালিন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মেহবুব হোসেন মেহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামীম আহসান, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, ও শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত