তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন জরুরি: আমান উল্লাহ আমান
ইস্পাহানী ইমরান কেরানীগঞ্জ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের হযরতপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি পুনঃপ্রবর্তন করলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্ভয় পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা জরুরি।”
বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের কথা স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমাদের অনেক নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা একটি নতুন রাজনৈতিক পথ খুঁজে পেয়েছি। সবাইকে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”
কলেজের স্মৃতিচারণ করে তিনি বলেন, “তারেক রহমান এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলেজ ভবন উদ্বোধন করেন। বিএনপি ক্ষমতায় এলে এই কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম তালুকদার। উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান, গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নাজিম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিম এবং হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টুলু মেম্বার।
নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত