কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ :মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন। ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জিনজিরা মনু ব্যাপারীর ঢালে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন, দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেন।
পরে বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কাইয়ুম ও অ্যাডভোকেট সুলতান নাসের।
দিবসটি উপলক্ষে জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও মাদ্রাসায় পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
কেরানীগঞ্জবাসী বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে দিনটি উদযাপন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত