ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে গিয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইট-পাটকেল নিক্ষেপের মতো ঘটনাও ঘটে। এর আগে সন্ধ্যা থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
জানা যায়, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি অশোভন আচরণ করেন। এমনকি ২১ দিন আগে দেয়া স্মারকলিপি না পড়ার বিষয়টিও শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে। প্রো-ভিসির আচরণের প্রতিবাদে তারা ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
অন্যদিকে ঢাবির এফ রহমান হলের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে হলের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা উপ-উপাচার্যের ক্ষমা প্রার্থনার পাশাপাশি নিম্নলিখিত ৫ দফা দাবি উপস্থাপন করেছেন:
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল।
২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. ভর্তিফির স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন একটি পৃথক একাউন্টে টাকা জমা রাখতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত