২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক কমেছে
দেশে বেড়েই চলেছে করোনার প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জন মানুষ। এদিকে একই সময়ে করোনায় মারা গেছে আরও ৭৭ জন। যেখানে গতকাল ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৮৬৯ জন। এবং একই সময়ে করোনায় মৃত্যু হয়েছিল নতুন ১০৮ জনের। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনের। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৮ হাজার মানুষ এই সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত