এমপিদের বিশেষ প্রটোকল বাতিলের সুপারিশ

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮

সংসদ সদস্যদের (এমপি) বিশেষ প্রটোকল বাতিল করার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচন সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ থেকে এ তথ্য জানা গেছে।

এমপিদের বিষয় করা সুপারিশের মধ্যে রয়েছে- এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও আবাসিক প্লট প্রদান বন্ধ করা এবং বিভিন্ন ধরনের ভাতা প্রদানের বিধান পর্যালোচনা ও সংশোধন করা; একটি ‘সংসদ সদস্য আচরণ আইন’ প্রণয়নের মাধ্যমে এমপিদের বাৎসরিকভাবে সম্পদের হিসাব প্রদান এবং স্বার্থের দ্বন্দ্বের বিষয়গুলো ঘোষণা করা।

সংবিধান লঙ্ঘন করে এমপিদের স্থানীয় উন্নয়নে জড়িত থাকার বিরুদ্ধে উচ্চ আদালতের আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় কঠোরভাবে বাস্তবায়ন করা এবং সংসদ সদস্যদেরকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপদেষ্টার পদ থেকে অপসারণ করা; সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রটোকলের অবসান করা। এ ছাড়া সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত করার বিষয়েও প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত