কেরানীগঞ্জে ফের র‌্যাব পরিচয়ে ২২ লাখ টাকা ছিনতাই

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আবারও র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার ব্যবসায়ী হোসেন আলীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোসেন আলী কদমতলী গোলচত্বর থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে যাচ্ছিলেন। পথে নাজিরের বাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ৬-৭ জনের একটি দল, যারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দেয়। তারা তাকে নারী নির্যাতন মামলার আসামি বলে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তোলে। পরে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানোর পর টাকার ব্যাগ নিয়ে ঢাকা-মাওয়া হাইওয়ের তেঘরিয়ায় ফেলে রেখে যায়।

ভুক্তভোগী সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করে।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের নতুন রাস্তা আন্ডারপাসে একই কায়দায় দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল।

নিরাপত্তাহীনতার এই ঘটনাগুলো কেরানীগঞ্জ এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত