স্কুলছাত্রীকে অন্তঃসত্ত্বা-কাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

| আপডেট :  ২৬ জুন ২০২১, ০৮:৩৭  | প্রকাশিত :  ২৬ জুন ২০২১, ০৮:৩৭

নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। উপজেলার সফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম মিরাজ উদ্দিন কবিরাজ। আজ শনিবার দুপুরে তাকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে, স্কুলছাত্রীর মা বাদী হয়ে মিরাজ উদ্দিনকে আসামি করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। এর পর চকগৌরী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

মামলার এজাহার বলা হয়েছে, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ওই ছাত্রী তার খালার বাড়ি যাচ্ছিল। পথে ফসলের মাঠে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন মিরাজ উদ্দিন। বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখানো হয়। স্কুলছাত্রী ভয়ে কাউকে না বলে চুপ থাকে। সম্প্রতি ওই ছাত্রীর শারীরিক গঠন পরিবর্তন হতে থাকলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানান। এর পর মেয়েটি তার পরিবারকে ধর্ষণের ঘটনা খুলে বলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত