বাঘাপুর স্কুল এন্ড কলেজে ৫৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা জেলার বাঘাপুর স্কুল এন্ড কলেজের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল এ আয়োজনের মূল আকর্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘাপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রিনাত ফৌজিয়া। এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, শিক্ষক প্রতিনিধি আনিচুজ্জামান, এস এম আলমগীর হোসেন (অধ্যক্ষ ও সদস্য সচিব) এবং অন্যান্য শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানান। দিনব্যাপী এ আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত