‘তিনজনকে মারতে’ কিলার রেডি করেছেন কাদের মির্জা (ভিডিও)
যদি কখনো তাকে মারা হয় তাহলে ভাইসহ তিনজনকে হত্যার জন্য কিলার রেডি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরিবারের দায়িত্ব নিয়ে এই কাজ করেছেন বলে জানান তিনি। তিনি বড়ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, আমাকে মেরে ফেলবেন আপনাকেও বাঁচতে দেয়া হবে না। আমিও পরিবারের দায়িত্ব নিয়ে লোক রেডি করেছি। তাদের বলেছি আমাকে মারা হলে ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের ও একরাম চৌধুরীকে মেরে ফেলবে। তিনি বলেন, এবার যা খুশি করেন। আপনি যেরকম বাহিরের কারও কারও সহযোগিতা নিয়ে রাজনীতি করেন, মনে রাখবেন আমরাও পিছিয়ে নেই। চোখ রাঙাবেন না, মুখ সামলিয়ে কথা বলবেন। কাদের মির্জা শনিবার (২৯) দুপুর ১২টায় তার ফেসবুক পেইজে লাইভে এসে এসব কথা বলেন।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনি যাদের পুষছেন, তারা কেউ কাজে আসবে না। এরা সব লুটেরা, একটাও ভালো লোক নাই। আপনি সঠিকভাবে ভোটের প্রস্তুতি নেন, হেরে গেলেও জনপ্রিয় থাকবেন। তবে আপনি হারবেন না। কারণ দেশে শক্ত কোনো বিরোধী দল নাই।
স্থানীয় রাজনীতিতে ওবায়দুল কাদের কী বললেন সেটা আমার জানার বা দেখার বিষয় না, এটা আমার এলাকা আমি দেখব। ওবায়দুল কাদের আপনার সংসার (আওয়ামী লীগ) আপনি চালান। সামনে আপনি বা আপনার স্ত্রী কীভাবে এখানে ভোট করেন সেটাও আমি দেখব।
এক সময় আল্লাহর পরে বড়ভাই হিসেবে আপনাকে শ্রদ্ধা-সম্মান করতাম। এখন করি না। কারণ আপনি কীভাবে আমাকে বাদ দিতে নেত্রীকে (শেখ হাসিনা) বলেছেন। এখন আল্লাহর পরে আমি শ্রদ্ধা-সম্মান করি শেখ হাসিনাকে। তবে ভয়ে নয়, তার নীতি-নৈতিকতার জন্য তাকে সম্মান করি।
কাদের মির্জা বলেন, আগামীকাল (রোববার) দলের সভা ডেকেছি। সেখানে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব। শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কারণ আমি যাই বলি কেউ শোনে না, ওবায়দুল কাদেরও আমাকে পাগল বলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত