মামাকে মিথ্যা হয়রানির অভিযোগ ভাগ্নির বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি: ইমরান নামের এক ব্যক্তিকে মিথ্যে অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে তার আপন ভাগ্নি সান্তার বিরুদ্ধে।
জানা যায়, ৬ বছর আগে ইমরানের বোনের সাথে তার স্বামীর সম্পর্ক খারাপ থাকার কারণে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। তারপর থেকে ইমরানের বোন অসহায় হয়ে পড়ে।তখন ইমরান ও তার ভাইয়েরা বোনকে দেখাশোনা করত। ইমরানের ভাগ্নিকে একটি ব্যাগের দোকানে চাকরি দেয়। চাকরি হওয়ার কিছুদিন পরে তার ভাগ্নী ২ সন্তানের পিতা একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং উটবট আচরণ শুরু করে।
এক সময় ওই ছেলের সাথে পালিয়ে যায় ভাগ্নি সান্তা।তারপর বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে রাতে একটি ছেলের সাথে পাওয়া যায় সান্তাকে। ওই রাতে সান্তাকে মারধর করে ওই ছেলের কাছ থেকে নিয়ে আসা হয় তখন থেকেই মামা ইমরানের ওপর ক্ষিপ্ত হয়ে যায় শান্তা। কিছুদিন পরে মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় শান্তা। তার মধ্যে মামা ইমরান বিবাহ করে এবং সুখে শান্তিতে দিন পার করে।
এর মধ্যেও সান্তা মামা মামি সহ তাদের গ্রামের বাড়ি বেড়াতে আসে এবং একসাথে ফ্যামিলি থাকে ঈদ, কোরবানিতে নানা বাড়ি আসা-যাওয়া করে ফ্যামিলির সাথে। পরে হটাৎ পুর্ব জের থেকে সান্তা গত ৮ মাস আগে মামা ইমরানের স্ত্রী কে ফোন দিয়ে নানা মিথ্যে অভিযোগ তোলে মামা ইমরানের বিরুদ্ধে তখন তাকে তার মামি ইমরানের স্ত্রী বিভিন্ন প্রশ্ন করে যার কেন সঠিক উত্তর সে (সান্তা) দিতে পারেনি,এবং তার মামা এবং মামীকে ফোন দিয়ে বিভিন্ন প্রকার হয়রানি করতে থাকে।
জোরপূর্বক আমার উপর ধর্ষণের অভিযোগ করতে থাকে দীর্ঘ ৫ বছর আগের তখন মামা ইমরানের স্ত্রী সাময়িক বিপর্যস্ত হয়ে পরলে ইমরান তাকে বাসায় ডাকার জন্য বিভিন্ন ভাবে তার সাথে সহজলভ্য ভাবে ফোনে কথা বলে এবং সে যদি কোন কিছু করেও থাকে সেটা সে দেখবে বলে তাকে (সান্তাকে)কাছে আনার চেষ্টা করে।বর্তমানে সে আরেক ২ সন্তানের পিতা এক ছেলের হাত ধরে দেশের বাহিরে চলে যায়।
সেখানে বসে সেই ফোনের রেকর্ডিং গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন হুমকি-ধমকি দিতে থাকে। ফোন রেকর্ডিং এর দেখা যায় মামাকে জোরপূর্বক চাপ দিয়ে ধর্ষণ করেছে তা স্বীকার করাতে চায়। দুই সন্তানের পিতা ওই ছেলের সাথে সান্তার মেলামেশা করতে না দেওয়া এবং রাতে ওই ছেলের কাছ থেকে নিয়ে আসার কারণেই ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি মূলক কার্যক্রম চালাচ্ছে বলে জানান তার মামা ইমরান।
সান্তার মা আসমা আক্তার জানান,আমার মেয়ে পাঁচ বছর যাবত আমার কাছে থাকে না। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা,এবং আগে আমাকে কখনোই কিছু জানাইনি সে একটি ছেলের সাথে এখন দেশের বাইরে থাকে। আমার ভাইয়ের উপর পুরানো খোপ থেকেই সে এই রকম পোপাকান্ডা চালাচ্ছে।আমার ভাইয়েরা আমাকে দেখুক আমার খোজ নিক এটা ও চায়না, আমি চাই ওর বিচার হোক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত