কেরানীগঞ্জের আব্বা বাহিনীর প্রধান ইকবাল চেয়ারম্যান আটক

| আপডেট :  ২১ মার্চ ২০২৫, ০২:৩৬  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২৫, ০২:৩৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকবাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়া হবে।

এদিকে, সূত্র জানায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া, কেরানীগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। পাশাপাশি, সন্ত্রাসী বাহিনী লালন-পালন, চাঁদাবাজি ও ভূমি দস্যুতার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, ইকবাল হোসেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আটকের খবরে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত