বাউফলে দুর্বৃত্তদের হামলা, গুরুতর আহত আপন ৩ ভাইসহ ৬ জন

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপ্তাহিক হাটের দিনে একটি বাজারে হামলায় আপন তিন ভাই আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মমিনপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, আব্দুল কুদ্দুস বয়াতী (৫৫), রেজাউল বয়াতী (৪৫) এবং মামুন বয়াতী (৩৫)। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও হাটের ব্যবসায়ীদের মধ্যে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মমিনপুর বাজারের ইজারার দায়িত্বে ছিলেন আব্দুল কুদ্দুস বয়াতী। আগামী বৈশাখ থেকে ওই বাজারের নতুন ইজারা পেয়েছেন স্থানীয় বিএনপি নেতা রুবেল। আগামী ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা দেয়া হয়। কিন্তু এর আগেই বুধবার সাপ্তাহিক হাটের দিন দুপুরে বাজার দখলের চেষ্টা করে। এতে বাধা দেয় বর্তমান ইজারাদারের লোকজন।
পরবর্তীতে অভিযুক্ত রুবেল আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন নিয়ে সন্ধ্যার পর দেশীয় অস্ত্রসহ হাটে অতর্কিত হামলা চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পরে বাজারে। কুপিয়ে গুরুতর জখম করা হয় কুদ্দুস বয়াতী ও তার দুই ভাইকে। এসময় তাদের বাঁচাতে গেলে তিন ব্যবসায়ীকেও পিটিয়ে আহত করা হয়।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজাহান গাজী বলেন, আহত তিনজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এছাড়াও শরীরে ধারালো অস্ত্রের একাধিক কাটা জখমও পাওয়া গেছে। গুরুতর বিবেচনায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে রেফার করা হয়েছে। তবে বর্তমানে সকলে শঙ্কামুক্ত আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এসময় লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত