কেরানীগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২৫, ০১:৩৪

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ, ১৪ এপ্রিল: উৎসবমুখর পরিবেশে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ।

অনুষ্ঠানে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশীয় ঐতিহ্য তুলে ধরতে ছিল বাহারি পিঠা-পায়েস, ভর্তা, ভাজি, মাছ ও অন্যান্য দেশীয় খাবারের সমারোহ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। সকলের অংশগ্রহণে নববর্ষ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।”

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের জন্য ছিল নানা খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত সবাই বর্ষবরণ উৎসবটি প্রাণভরে উপভোগ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত