শাস্তি ও জরিমানা বাড়ল তাওহীদের, মোহামেডানের নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল

মাঠে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জন্য তাওহীদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিলেন ম্যাচ রেফারি। কিন্তু ম্যাচের পর দেশের আম্পায়ার নিয়ে তীব্র সমালোচনা করায় শাস্তির মেয়াদ আরো বেড়েছে তার। করা হয়েছে জরিমানাও। নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এছাড়া তিন ডিমেরিট পয়েন্ট এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে তার নিষেধাজ্ঞা কমাতে লিগের আয়োজক সিসিডিএমের কাছে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগের খেলা শুরু হবে আগামী ১৬ এপ্রিল। শুরুর দুই ম্যাচে মোহামেডান তাদের অধিনায়ককে না পেলে নিশ্চিতভাবে বড় ধাক্কা হজম করবে।
১২ এপ্রিল লিগের শেষ ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ ছিল আবাহনী। ম্যাচকে ঘিরে ব্যাট-বলে তেমন কোনো উত্তেজনা, রোমাঞ্চ ছড়ায়নি। মোহামেডান শুরু থেকে দাপট দেখিয়েছে। আবাহনী এক পর্যায়ে ফিরে লক্ষ্য নাগালে রেখেছিল। বোলিংয়ে মোহামেডান আবার দাপট দেখায়। জুটি গড়ে আবাহনীও দেয় জবাব। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের দলগত পারফরম্যান্সে আবাহনীকে হার মানতে হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত