রাজধানীতে নাশকতা চেষ্টার অভিযোগে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৯  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৯

 

কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীতে সংগঠিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মাস্টারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মাস্টারকে গ্রেফতার করা হয়। একই রাতের ১১টা ৪৫ মিনিটে চকবাজারে অভিযান চালিয়ে হাজী আলাউদ্দীনকে আটক করে ডিবি-লালবাগ বিভাগের একটি দল। এরপর বুধবার রাত ২টা ৪০ মিনিটে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করা হয়।

ডিবির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবির পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত