মুক্তকণ্ঠ.কমে খবর প্রকাশের পর মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ২ জনের কারাদণ্ড

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২১  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২১

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অনলাইন নিউজ পোর্টাল মুক্তকণ্ঠ.কম-এ খবর প্রকাশের পর বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সেনাবাহিনীর একটি দল (নেতৃত্বে লেফটেন্যান্ট আসিফ) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন বিল ও ইটভাটায় অভিযান চালিয়ে জোরপূর্বক মাটি কাটার অভিযোগে মো. নিজাম (৪০) ও মো. নজরুল (৪০) নামের দুইজনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নিজামকে ৭ দিনের এবং মো. নজরুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় ৩০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। মাটিকাটা রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত