আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিক হচ্ছেন পাকিস্তানি তারকা

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৫  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে সরব উপস্থিতি ছিল পাকিস্তানি ক্রিকেটারদের; কিন্তু মুম্বাই হামলার পর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাজনৈতিক সেই প্রভাব পড়ে খেলার মাঠেও।

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন পর্যন্ত বন্ধ রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যকার দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি এবং এসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায় না।

আইপিএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে অন্যতম। এ কোটিপতি লিগে খেলা সব ক্রিকেটারদের স্বপ্ন। আইপিএলে খেলার জন্য ইংল্যান্ডের নাগরিকত্ব নিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির।

মূলত যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলের পরের আসরে খেলতে চান এই পেসার। আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন।

আমির বলেন, সত্যি বলতে যদি সুযোগ পাই আমি আইপিএলে খেলব। আমি এটা খোলাখুলিই বলছি; কিন্তু যদি সুযোগ না পাই, তাহলে আমি পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে, আমার আইপিএলে খেলার সুযোগ হবে এবং যদি সুযোগ দেওয়া হয়, তাহলে কেন নয়?

বর্তমানে আইপিএলের সঙ্গে পাকিস্তান সুপার লিগও (পিএসএল) চলছে। তবে এর কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠের এই আসরের জন্য পাকিস্তান কিছুটা দেরিতে পিএসএল আয়োজন করেছে। তবে আগামী আসরে এমনটা হবে না বলে মনে করেন আমির। তাই সুযোগ পেলে পিএসএলেও খেলতে চান তিনি।

আমির বলেন, আমি মনে করি না পরের বছর আইপিএল এবং পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল। যদি আমাকে প্রথমে পিএসএলে ডাকা হয়, তাহলে আমি আর খেলতে পারব না, কারণ আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত