কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি: র্যাবের অভিযানে ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় র্যাব-১০ এর দ্রুত ও গোয়েন্দা তৎপরতায় ভিকটিমকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে খোরশেদ (৩৫) নামের এক ব্যক্তি দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ থেকে আশুলিয়ায় নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরে বিকাল ৫টা ৩০ মিনিটে তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে তার ছোট ভাই মো. আকবর শেখের (২২) কাছে ভয়ভীতি প্রদর্শন করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ২৯ এপ্রিল দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর ৬৪/২২৫) দায়ের করা হয়। মামলার পর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
অবশেষে ২৯ এপ্রিল রাত ৯টা ২০ মিনিটে র্যাব-১০ এর দলটি গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ চক্রের সদস্য মো. মেহেদী মৃধা (৩৭), মো. আবুল কালাম আজাদ (৩৬) এবং মো. নাজমুল (৩০) কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত খোরশেদকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত