শাস্তির বিধান রেখে মহাসড়ক আইনের চূড়ান্ত অনুমোদন

| আপডেট :  ২৮ জুন ২০২১, ০৭:০২  | প্রকাশিত :  ২৮ জুন ২০২১, ০৭:০১

কঠোর শাস্তির বিধান রেখে মহাসড়ক আইন-২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সময়োপযোগী করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত আইনে অনুমোদন ছাড়া মহাসড়কে বাজার, মার্কেট বা যেকোনো স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো তৈরি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে হওয়ার বিধান রাখা হয়েছে।

আইনে আরও বলা হয়েছে, সরকারি-বেসরকারি অনুমতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে না। অনুমতি পেলেও এর জন্য চার্জ দিতে হবে। সেই সঙ্গে অনুমোদন ছাড়া সাইনবোর্ড, তোরণ বা বিলবোর্ড প্রদর্শন করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে। রাস্তার ওপর ফসল, খড় বা এ ধরনের অন্য কোনো উপকরণ শুকাতে দেওয়া যাবে না। সেটা করলে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত